আমাদের কথা খুঁজে নিন

   

খালাফ হত্যা মামলা; আপিলের রায় ১০ নভেম্বর

ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার রায় হবে আগামী ১০ নভেম্বর। আজ রবিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।

আদালতে আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মো. খবির উদ্দিন ভূঁইয়া ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদ আলম।

এর আগে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসেন ২০১২ সালের ৩০ ডিসেম্বর খালাফ হত্যা মামলায় রায় দেন। রায়ে মামলার পাঁচ আসামি সাইফুল ইসলাম, মো. আল আমীন, আকবর আলী লালু, রফিকুল ইসলাম এবং সেলিম চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে সেলিম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক রয়েছে। রায়ের পর সাজাপ্রাপ্তরা ওই বছরই হাইকোর্টে আপিল করেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ মার্চ রাজধানীর গুলশানে গুলিবিদ্ধ সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫) পরদিন হাসপাতালে মারা যান। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।