প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
উপভোগ
শাফিক আফতাব..................
দেহ ফুটো হয়ে পড়ে যেতে চায় কামনার লতা __
তোমার ভেতরে কতদিন আটক আছে পুলকের দানা,
আজ রাতে প্রেয়সী আমার হয়ে উঠবে গীতিকবিতা __
আর রাতে নন্দিনী আমার হবে__আমি যৌনসেনা।
প্রেয়সীর ঠোটেঁ ভাসে কেমন পিচলানো নরম আদিম রস __
দেহ ঘিরে নিপুণ বুনন আর নুয়ে পড়া সৌন্দর্য়ের ভার,
উরুর সরু ঢালুতে পা ডুবে চলি আমি রঙিন সারোস __
ডুবে ডুবে সবটুকু যাই, নারী বলে তোমার আছে আর ?
নরম রেইনকোট পড়ে নেমে যাই আদিম কুয়োর গভীর __
ডুবে যেতে যেতে আজ রাতে নারী তুমি চাষযোগ্য ভূমি,
বৃষ্টি হবে বলে বাতাস বইছে,__মৌসুমী __
নারীর সাথে আজ রাতে আমি বাঁধিয়াছি চিরায়ত নীড়।
ভোগে নয়__আজ রাতে, উপভোগে রচি প্রেম পদাবলি __
কামে নয়__কামনায জ্বলে, আহা ! নীল লাল দীপাবলি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।