সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ রমনী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর...........। আমি রক্তে, মাংসে গড়া অতি সাধারন এক মানুষ........... তবে আমি প্রচন্ড রকমের স্বপ্নবিলাসি। সেসব স্বপ্নের কিছ সেদিন একজন বললো, "মুনিয়া আপা আপনি এত নির্দয় কেন? আপনার কি মায়া দয়া বলতে কিচ্ছু নাই.......? আপনার গল্প পড়ার জন্য যে কিছু মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকে, সেটা বুঝেন না? ধোঁয়া ধোঁয়া ভালোবাসার ৮ম পর্ব কবে পোস্ট করবেন................???" এত্ত বড় ঝাড়ি শুনে ব্যাপক টাশকিত হলাম.......!!! আমার লেখা এত্ত ফেমাস, ক্যামনে কি.........!!! বুঝলাম অনেকেই পরবর্তী পর্বের অপেক্ষায় আছেন, আমার ওপর ক্ষেপেও আছেন................ আরে ভাই, আমিও তো মানুষ। আমারও তো রেস্টের দরকার আছে। এখন কাজের কথায় আসি। এতদিন যেহেতু ওয়েট করতে পেরেছেন, মেহেরবানি করে আরো কিছু দিন ওয়েট করেন প্লিজ.............. আসলে ভীষন ব্যাস্ততা এবং মানসিক চাপের মাঝে আছি। আগের মতো লেখার সেই স্পৃহা পাই না। তবে চেষ্টা করবো তাড়াতাড়ি ৮ম পর্ব যেন পোস্ট করতে পারি। দোয়া করবেন আমার জন্য...............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।