আমাদের কথা খুঁজে নিন

   

বিভাগে সাজানো হাদিস এখন নতুন রূপে!



আস-সালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করছি সকলে ভালো আছেন। মহান আল্লাহর রহমতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর রেখে যাওয়া হাদিস গুলোর মধ্যে পোস্ট লেখা পর্যন্ত ৩০০১ টি হাদিসকে ২০৮ টি বিভাগে সাজাতে সক্ষম হয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি সবগুলো হাদিসকে বিভাগে সাজাতে। আশা করছি খুব দ্রুত তা শেষ হবে। যা আপনাদের সবার কাজে লাগবে।

এবং অনেক অনেক সহজেই হাদিসগুলো পড়তে পারবেন বিভাগ অনুযায়ী। http://www.hadis.sinhatalk.com http://www.facebook.com/hadisbycat সেই সাথে হাদিসগুলোকে যাতে সুন্দর দেখা যায় এজন্য ডিজাইনেও ব্যাপক পরিবর্তন করা হয়েছে। আপনারা আমাদের সাহায্য করতে পারেন। এই সাইট ভিসিট করতে আপনাদের বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন। হাদিস পড়ার সময় যদি মনে হয় যে এটি অন্য একটি বিভাগে হওয়া উচিত ছিল তাহলে মন্তব্য করে আমাদের জানাতে পারেন।

আমাদের ফেসবুক পেজ http://www.facebook.com/hadisbycat এখানেও আপনাদের বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন। উপরের ছবিটি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে পোস্ট করতে পারেন। সর্বোপরি একটি কথা হচ্ছে যে আমাদের কোন স্পন্সর নেই। এবং কোনক্রমেই আমরা স্পন্সর সংগ্রহ করব না। তাই এর পাবলিছিটিতে আপনারা অবশ্যই আমাদের সাহায্য করবেন।

আপনি যদি এই সাইটের লিঙ্ক যদি আপনার কোন বন্ধুকে দেন আর সে যদি এই হাদিসগুলো পড়ে হাদিস মোতাবেক চলার চেষ্টা করে তবে সে যতটুকু সোয়াব পাবে আপনিও ততটুকু সোয়াব পাবেন ইনশাআল্লাহ। তাই আমরা আশা করছি আপনারা প্রত্যেকেই "বিভাগে সাজানো হাদিস" পাবলিছিটিতে সাহায্য করবেন। আমার বক্তব্য : বিভাগে সাজানো হাদিসের সাইটটি আমার বেশ ভালো লেগেছে। এই জন্যই টেকটিউনস সাইটের উক্ত পোস্টটি লেখকের অনুমতি সাপেক্ষে আপনাদের সামনে হাজির করলাম। যখনই আপনি কোনো নিদৃষ্ট বিষয়ে হাদিস খুজতে চাইবেন, তখন সব চাইতে সহজ উপায় এই সাইটে চলে আসুন।

আপনাদের ভালো লাগবে আশা করি। আপনারা তার আরো একটি সাইটে ঘুরে আসতে পারেন। এখানে আপনি যে কোন বিষয়ে প্রশ্ন করতে পারেন। এবং আপনার জানা উত্তর শেয়ার করতে পারেন। লিন্ক : http://ans.sinhatalk.com সূত্র : টিউন করেছিলেন : arifulsuis | প্রকাশিত হয়েছে : টেকটিউনস সাইটে, 2 November, 2013 on 10:02 pm | মূল লেখাটি দেখতে চাইলে এই লিন্কে ক্লিক করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.