গত ৬ই জুলাই ২০১৩ ইং রোজ শনিবার,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এক সেমিনার আয়োজন করে। উক্ত সেমিনার এর বিষয় ছিল "The Application of ICT for the Social and Economic Development of Mass Poor People". সেমিনারে মূল বক্তা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ হুমায়ুন কবির। সেমিনারে একটি সু্ন্দর,সমৃদ্ধশালী,সুশিক্ষিত এবং জ্ঞাননির্ভর,সুখি সমাজ ও দেশ গড়ার লক্ষে আই.সি.টি(ICT) কে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি তারই একটি সুগঠিত দিক নির্দেশনা দেন। বিভাগীয় ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক জনাব মোঃ গোলাম মোয়াজ্জাম। বক্তা বিশেষ করে দেশের গ্রামীণ কৃষি ব্যবস্থাপনা,গ্রামীণ বাড়ি ভিত্তিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা এবং আউটসোর্সিং কে গ্রাম এবং উপজেলা/থানা লেভেলের স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে পরিচিত করে অংশগ্রহণ ভিত্তিক কর্মকান্ডের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার দিক নির্দেশনামূলক তথ্য উপস্থাপন করেন।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।