আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি আওয়ামী লীগ সংর্ঘষে আহত অর্ধশতাধিক

ঠাকুরগাওয়ে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় সদর থানা ওসিসহ আহত অর্ধশতাধিক। এ সময় পুলিশ শতাধিক টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে।  

আজ বেলা সাড়ে ১২টায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে আওয়ামীলীগ হরতাল বিরোধী মিছিল করার জন্য জেলা কার্যালয়ে জমা হয়। যুবলীগ একটি মিছিল জেলা কার্যালয়ে যাওয়ার সময় হরতালকারীরা মিছিলকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।

এতে যুবলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের আঘাতে এ সময় ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ খান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন খোকনসহ অর্ধশতাধিক ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য শতাধিক টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ সময় শহরের মানুষের মধ্যে আতংক বিরাজ করে। পরে পুলিশ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে নিয়ে আসে।

প্রায় দু'ঘন্টা এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান করছেন। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল জানান, হরতাল বিরোধী মিছিলে ছাত্রদল ও যুবদলের কর্মীরা ইট ছুড়ে মারে। ফলে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

জেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর হোসেন তুহিন জানান, পুলিশসহ যুবলীগ ও ছাত্রলীগ আমাদের ইট পাটকেল, টিয়ার শেল ও রাবার বুলেটের আঘাতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।  

ঠাকুরগাঁও পুলিশ সুপার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.