আমাদের কথা খুঁজে নিন

   

সকালবেলা কবিতার অর্ঘ্য সবার জন্য

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

যে বাগানের ফুল হাতে এসেছো তুমি মোরে অর্ঘ্য দিতে সে বাগানের মালি আমি ফুটিয়েছি এ ফুল মাটির গভীর তলে পানি সিঞ্চনে করিনি ভুল তাইতো ফুটেছে এ ফুল গভীর সূর্যতাপে আমার ভালোবাসার সবটুকু মিশে আছে তাতে তুমি এসেছো সে ফুল হাতে এই আমাকে ভালোবাসার অর্ঘ্য দিতে। তুমি গাছ থেকে ফুল ছিঁড়লে যখন জানি আমার কথাটিই মনে পড়েছিল তখন সে ফুল ছিঁড়ে যে ভুল করেছো তুমি তোমার প্রেমের দানে তাই খুশী হইনি আমি তবু যে ফুল হাতে তুমি এসেছো এই রাতে ভালোবাসায় না হোক, রাগে-অনুরাগে সাজিয়ে রাখব সে ফুল আমি তোমার নামের ফুলদানিতে। ভালোবাসার নামে ফুলের বুকে যে রক্ত তুমি আজ ঝরালে আমি তোমার সেই ভালোবাসা হবো কি করে ভাবলে ? এই বুকের সবটুকু উষ্ণতা ঢেলে সুখের হাসি আমি ফুটিয়েছিলাম যে ফুলে সে ফুল ছিঁড়ে যে রক্ত আজ তুমি ঝরিয়েছো এ বুকে তোমার ভালোবাসার সবটুকু দিয়ে তা যাবে কখনও চুকে তবু যে ফুল হাতে তুমি এসেছো এই বৃষ্টিঝরা রাতে সে আমার হৃদয়ের গ্রন্থিছেঁড়া একমুঠো ভালোবাসা দেবনা আমি তাকে ফিরে যেতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.