আমাদের কথা খুঁজে নিন

   

অভঙ্গুর নিদ্রা এসে

আমি ছাত্র

কি অদ্ভূত পথ! বাতাসে ভর করে চলে গেছে শূন্য পানে। শোভিত চটকে, মুখরিত রবে বড় মনোহর বারমাস কোন কারিগর নিপুণ কারুকাজে সাজালো চারপাশ। মায়া-মমতার মন্ত্র বাঁধনে সৃজিল নিখিলের ’পর এমন নিদারুন নয়নাভিরাম পথ কে তুমি অলীক ঈশ্বর? দৃষ্টির সীমানায় অদৃশ্য হয় অনুভবে হয় অপার অজস্র পথিক পথ ধরে হাটে কে হয় আপন কার? কপালের কোটরে মোহাসক্ত নয়ন আপন খেয়ালে চলে আলোর আলিঙ্গনে আবদ্ধ হয়ে তিমিরেরে যায় ভুলে। মাথার পিছনে হয়নি আঁখি দেখতে পারেনা তাই অতিক্রান্ত পথের যে আর অতটুকু অস্তিত্ব নাই। সহসা শঙ্কায়, বাজে ডঙ্কা হৃদয়ের পূত মন্দিরে পথের পাশেই পড়ল বেলা ঘনায় সন্ধ্যা অচিরে। কেঁদে ওঠে আকুল প্রাণ এ কি নিষ্ঠুর বর ফিরার পথ বিলীন পথিকের সমুখে রচিত কবর। প্রলোভনে মজে, প্রমত্ত বেগে ফুরালো পশ্চাতে পথ নোটিশ বিহীন স্থব্দ হল শোভিত বনে রথ। প্রমোদ কাননে অগ্নি জ্বলে পুড়ে খাঁক অট্টালিকা নাড়ীতে বাঁধা হাড়ের বাঁধন কাটে বিদঘুটে কেটো পোকা। বিলাস-বিভব, কামনার পাপ ঘুছলনা হায় শেষে অন্ধকার প্রকোষ্ঠে আপন হল অভঙ্গুর নিদ্্রা এসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।