আমাদের কথা খুঁজে নিন

   

আমি জীবনে একবার হেসেছিলাম



আমি জীবনে একবার হেসেছিলাম শাফিক আফতাব............. সেই আমি কবে হেসেছিলাম___বাবার মৃত্যুর সময় আর হাসি নি। হাসির সময় পাইনা আমি __ হাসি আমার জীবন থেকে উবেঁ গেছে। মানুষ কত হাসে__হাসিতে বাতাসগুলো ভারি করে তোলে, অট্টহাসিতে বাঁশীতে তোলে বিদ্রুপের সুর, কোমল হাসিতে ভোলায় কঠিন নারীর মন, নরম হাসিতে বাগায় টেন্ডারফাইল__ চৌম্বক হাসিতে ছিঁড়ে খায় নারীর নরম শরীর। হাসিতে কেউ স্বাস্থ্য ভালো করে__ অজস্র হাসির জোয়ারে ভাসে দেশ, আমার কোনো হাসি নেই আমি শুধু জীবনে একবার হেসেছিলাম, বাবার মৃত্যুর সময়__ আর হয়তো হাসবো মায়ের মৃত্যুর দিন। ০৬.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।