বুধবার সকালে মোহাম্মদপুর শিয়া মসজিদের কাছে আটক ওই দুই যুবক ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
পরে তাদের শেখের টেকের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে পেট্রোল ছাড়াও প্রচুর রড এবং নয়টি হেলমেট পাওয়া যায় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
১৮ দলের ৬০ ঘণ্টার হরতালের শেষ দিকে আটক হলেন আনোয়ার হোসেন (২২) ও হুমায়ন কবির (২৩) নামে ওই দুই যুবক।
হরতালের আগের দিন থেকে শুরু করে গত চার দিনে রাজধানীসহ বিভিন্ন বোমা বিস্ফোরণের পাশাপাশি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।
পুলিশ কর্মকর্তা বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শিয়া মসজিদ এলাকায় হাতবোমা ফাটিয়ে পালানোর সময় ওই দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।
পরে শেখের টেকের ১০ নম্বর সড়কের একটি ছয়তলা বাড়ির চতুর্থ তলার তাদের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। বাড়িটি মাসুদুর রহমান নামে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার বলে পুলিশ জানায়।
উপকমিশনার বিপ্লব বলেন, “ওই ফ্ল্যাটের তালা ভেঙে ঢুকে বিভিন্ন বোতলে ভরা ১৮ লিটার পেট্রোল, নয়টি হেলমেট ও প্রচুর রডের লাঠি পাওয়া গেছে। ”
এছাড়া ৯ বস্তা জিহাদি বই ও জামায়াত-শিবিরের বিভিন্ন ফরম পাওয়া যায় বলে জানান তিনি।
পুলিশের ধারণা, ছয়তলা ভবনের প্রতিটি ফ্ল্যাটেই শিবিরকর্মীরা থাকেন। ওই ফ্ল্যাট থেকে একযোগে তারা রডের লাঠি, হেলম্যাট পড়ে ও পেট্রোল ভর্তি বোতল নিয়ে রাস্তায় নেমে নাশকতা ঘটাতেন।
ওই ভবনের সিঁড়ি থেকে মো. আজগর নামে আরেক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।