আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগে হাতবোমা বিস্ফোরণ

সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাতীয় জাদুঘরের মধ্যবর্তী সড়কে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার হয় আরেকটি হাতবোমা।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা কারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আমরা একটি হাতবোমা উদ্ধার করেছি। ”
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্ট, পল্টন ঘুরে বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগে ফিরে টানা অবস্থানের ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চের নেতারা।
দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে একাত্তরে ব্যাপক মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, পাকিস্তানি সেনাদের সহযোগিতা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেয়ার পাঁচ ধরনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
এসব অপরাধে তাকে মোট ৯০ বছরের কারাদণ্ড দেয় আদালত।
রায় ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে বেলা পৌনে ২টার দিকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থানরত গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এতে রাজধানীর এই গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।


সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দেয় তারা। এরপর বিক্ষোভ-মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ফের শাহবাগে অবস্থান নেয়ার ১০ মিনিটের মাথায় সেখানে হাতবোমার বিস্ফোরণ ঘটে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।