সোমবার রাত পৌনে ১২টার দিকে স্টেশনসংলগ্ন জিআরপি থানার পাশে ফুটপাথের একটি দোকানের পেছন থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে বলে বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে নগরীতে বিস্ফোরক মজুদ করার তথ্য পেয়ে রাতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-৫।
ওসি বলেন, রাতেই সাধারণ ডায়েরি (জিডি) করে আটক দুজন এবং বোমাগুলো বোয়ালিয়া থানায় হস্তান্তর করে র্যাব।
এর আগে রোববার রাতে নগরীর বিনোদপুর থেকে ৬৫টি হাতবোমা ও সাড়ে চার কেজি গান পাউডার উদ্ধার করে র্যাব ও মহানগর গোয়েন্দা পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।