আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করলো জার্মানি

গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাষ্ট্রের পর এবার ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মানি। ব্রিটেন জার্মান চ্যান্সেলর অঞ্জেলা মর্কেল সরকারের ওপর গোপনে ইলেকট্রনিক নজরদারি করছে কিনা এ বিষয়ে জানার জন্য এ তলব করা হয়।বার্লিনে ব্রিটিশ দূতাবাসের ছাদে তাবু দিয়ে ঘেরা রহস্যজনক ঘর নির্মানের ব্যপারে জবাবদিহি করতেই ব্রিটিশ রাষ্ট্রদূতকে মঙ্গলবার ডেকে পাঠায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এমন এক সময় ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হলো যখন মাত্র কিছুদিন আগেই জার্মানি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের ফোনে নজরদারির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে। এ নিয়ে উভয় দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন এখনও বিদ্যমান। এছাড়া সাবেক সিআইএ কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেনও তার ফাঁস করা তথ্যে জানান, যুক্তরাজ্যও জার্মানিতে গোপনে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে।

এদিকে এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইউরোপ ডিভিসনকে জানায়, সাম্প্রতিক গুপ্তচরবৃত্তির অভিযোগ সম্পর্কে ব্রিটিশ মিডিয়া থেকে পাওয়া রিপোর্ট বলছে, কোনো কূটনৈতিক ভবনের যোগাযোগ আটকানো আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.