আমাদের কথা খুঁজে নিন

   

ইতোর জোড়া গোল চেলসির জয়

স্যামুয়েল ইতোর জোড়া গোলে বুধবার ৩-০ গোলে শ্যালকেকে হারিয়ে শেষ ষোলোর দ্বারপ্রান্তে চেলসি। ৩১ মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় ‘ই’ গ্রুপের শীর্ষে থাকা দলকে এগিয়ে দেন ইতো। প্রতিপক্ষ গোলরক্ষক টিমো হিল্ডারব্রান্ড শট নিতে গেলে ক্যামেরুন স্ট্রাইকারের পায়ে লেগে জালে বল জড়ায়।

অবশ্য ৫৪ মিনিটে ব্লুদের হয়ে মৌসুমের তৃতীয় গোলটি পেলেন সহজেই। এর আগে ইউরোপের বড় এই মঞ্চে মায়োর্কা, বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে গোল করেছিলেন ইতো।

তৃতীয় গোলটিও বানিয়ে দেন এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটে দেম্বা বা তার পাস থেকে দারুণ এক ভলিতে স্বাগতিকদের সহজ জয় এনে দেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।