আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা

বৃহস্পতিবার বেলা ১১টা ২০ এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।  
ব্যবসায়ী নেতাদের মধ্যে তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, 
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, আব্দুল আওয়াল মিন্টু, আনিসুল হক, এ কে আজাদ এ বৈঠকে উপস্থিত রয়েছেন।
নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আলোচনার চার দিন পর সর্বদলীয় সরকার প্রস্তাবকারী আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে ব্যবসায়ীদের এই বৈঠক হচ্ছে।
কাজী আকরাম বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আগেই আমরা সময় চেয়েছিলাম। বৃহস্পতিবার তিনি আমাদের সময় দিয়েছেন।


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন বলে জানান এফবিসিসিআই সভাপতি।
গত ২ নভেম্বর ব্যবসায়ী নেতারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে সমঝোতার অনুরোধ জানিয়ে আসেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে দুই নেত্রীর ফোনালাপের পর সংলাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ার প্রেক্ষাপটে উদ্যোগী হন ব্যবসায়ী নেতারা।
গত সপ্তাহে জরুরি এক বৈঠকের পর খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আড়াই ঘণ্টা কথা বলেন তারা।
ওই বৈঠকের পর এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম সাংবাদিকদের বলেন, তারা দুই দলের মহাসচিবকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন এবং তাতে রাজি হয়েছেন বিরোধীদলীয় নেতা।


তারপর আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে সংলাপে বসার উদ্যোগ নেয়ার কথাও সেদিন জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.