এর আগে শালকের মাঠেও একই ব্যবধানে জিতেছিল কোচ জোসে মরিনিয়োর দলটি। বাসেলের বিপক্ষে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করলেও টানা তিন ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজে খেলার শুরুতে কিন্তু স্বাগতিকদের উপর বেশ চাপ সৃষ্টি করেছিল শালকে। বল দখলের পাশাপাশি বেশ ক'টি দারুণ আক্রমণও করে তারা। কিন্ত ম্যাচের শালকের গোলরক্ষক টিমো হিল্ডারব্র্যান্ডের ভুলে এগিয়ে যায় চেলসি।
ডি বক্সের মাঝে বল পায়ে এক পা, দু' পা করে এগোচ্ছিলেন টিমো। কিন্তু হঠাৎ করে তার ডান দিক থেকে ছুটে আসেন ক্যামেরুনের ফরোয়ার্ড স্যামুয়েল এতো। এতোকে এড়াতে তাড়াহুড়ো করে শট নেন টিমো। কিন্ত অঘটন যা ঘটার ঘটে গেল। এতোর বাড়ানো পায়ে লেগে বল পৌঁছে গেল জালে।
বিরতির নয় মিনিট বাদে আবারো লক্ষ্যভেদ করেন এতো। মিডফিল্ডার উইলিয়ানের টোকা থেকে বল পেয়ে নিচু জোরালো শটে বল জালে পাঠান।
আর ৮৩ মিনিটে ‘ব্লুজ’ নামে পরিচিত চেলসির আরেকটি সহজ জয় নিশ্চিত করেন সেনেগালের স্ট্রাইকার ডেম্বা বে। ইংল্যান্ড মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পাস থেকে গোলটি করেন তিনি।
এদিকে সুইজারল্যান্ডের বাসেলের মাঠে রোমানিয়ার স্টুয়া বুখারেস্টের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ফলে চার ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলেও গ্রুপের দ্বিতীয় স্থান্ থাকছে শালকে। ৫ পয়েন্ট নিয়ে তার ঠিক নিচে বাসেল। সবার নিচে বুখারেস্টের পয়েন্ট ২।
আর সবার উপরে থাকা ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৯।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।