আমাদের কথা খুঁজে নিন

   

আবার মরিনিয়োর সঙ্গে এতোর ‘জুটি’

এক বছরের জন্য চুক্তিবদ্ধ এতোকে পেতে কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি চেলসিকে। কারণ আনঝির মালিক সুলেইমান কেরিমভ দলের ব্যয় কমানোর জন্য এতোকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মধুর স্বাদ পাওয়া এতো ‘ব্লুজ’ নামে পরিচিত চেলসিতে এসে দারুণ খুশি। বিশেষ করে কোচ মরিনিয়োর সঙ্গে আবার জুটি বাঁধার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত। ২০০৯-১০ মৌসুমে মরিনিয়োর অধীনে ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জয়ী ইন্টার মিলানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এতো বলেন, “এখানে এসে আমি খুবই খুশি।

তবে কিছুটা উদ্বিগ্নও। কারণ আমি যত তাড়াতাড়ি সম্ভব খেলতে চাই। ” “(এখানে যোগ দেওয়ার) সিদ্ধান্ত গ্রহণ আমার জন্য কঠিন ছিল না। চেলসির মান সম্পর্কে আমি ভালো মতোই অবগত। জোসে মরিনিয়োর অধীনে আগেও আমি ভালো ছিলাম।

তাই সুযোগটা পেয়ে আমি আনন্দের সঙ্গেই তা গ্রহণ করেছি। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.