তবে ফরাসি পত্রিকা লেকিপের খবর অনুযায়ী, সতীর্থদের কাছে হঠাৎ অবসরের সিদ্ধান্তের পেছনে ‘পারিবারিক কারণ’ এর কথা বলেছেন চেলসির এই স্ট্রাইকার।
রোববার বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলের খেলায় লিবিয়াকে ১-০ গোলে হারিয়ে 'আই' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ দল হিসেবে প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে এতোর দেশ। স্যামুয়েল এতোর কর্নার থেকে গুরুত্বপূর্ণ গোলটি করেন ডিফেন্ডার অরেলিয়া শেডজু।
আর এই ম্যাচকে ঘিরেই কোচের সঙ্গে চেলসি তারকার মতবিরোধের শুরু। লিবিয়ার বিপক্ষে গোলরক্ষক কার্লোস কামেনি ও স্ট্রাইকার অ্যাকিলি ওয়েবোকে খেলানোর দাবি জানিয়েছিলেন এতো।
কিন্তু জার্মান কোচ তা মানেননি।
গতবছর সেপ্টেম্বরেও অবসরের হুমকি দিয়েছিলেন চারবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বিজয়ী এতো। পরবর্তীতে অবশ্য সে সিদ্ধান্ত পাল্টান।
সম্প্রতি রুশ ক্লাব আনঝি মাখাচকালা থেকে চেলসিতে ফিরে এসেছেন এতো।
এতোর সিদ্ধান্তের বিষয়ে কোচ ফিনকা অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি।
তার মতে, এতোরই উচিত বিষয়টি পরিষ্কার করা।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ পেতে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত প্লে-অফ রাউন্ডে জিততে হবে এ পর্যন্ত ছয়টি বিশ্বকাপ খেলা ক্যামেরুনকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।