আমাদের কথা খুঁজে নিন

   

স্বামীর সঙ্গে অন্য অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি নেই কারিনার!

বিয়ের পরে বলিউডে দেখা যায় স্বামী বা স্ত্রী অন্য অভিনেতা বা অভিনেত্রীর বিপরীতে অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করেন না। অনেকে অনিয়মিত হয়েছেন, কেউবা অভিনয়ই ছেড়ে দিয়েছেন রীতিমত। শুধু ব্যতিক্রম সাইফ-কারিনা দম্পতি।

বিয়ের পর থেকেই প্রচন্ড ব্যস্ততায় দিন যাচ্ছে এই দম্পতির। এই নিয়ে মিডিয়াতে আক্ষেপও ঝেড়েছেন দু'জনে।

এরই মাঝে কারিনা অভিমানের স্বরেই বললেন, স্বামী চাইলে অন্য অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করুক। একজন অভিনয় শিল্পী হিসেবে সে চাইলে অন্য অভিনেত্রীর বিপরীতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে পারে, আমার আপত্তি নেই।

এমন স্পষ্ট মন্তব্য করার পরই মিডিয়ায় মুখোরোচক খবরে ছেয়ে গেছে। বলিউড পাড়ায় কেউ কেউ এই দম্পতিকে জড়িয়ে বলছেন, ভালো নেই তারা।

কিন্তু বোদ্ধারা বলেছেন, কারিনার এমন বক্তব্যে প্রফেশনালিজম-ই প্রকাশ পেয়েছে।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।