দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু
চলমান প্রিমিয়ার লিগ ক্রিকেটের স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার হিসেবে ব্লেন্ডার দিয়ে আসছে শুরু থেকেই। 'অব্মাননাকর' এ পুরস্কার নিয়ে এতোদিন পর্যন্ত কেউ কোনো টু শব্দ না করলেও এবার মুখ খুলেছেন ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার লুক রাইট।
লুক রাইটকে সম্প্রতি ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার হিসেবে একটি ব্লেন্ডার দেয়া হয়েছে। এ নিয়ে ৩১ অক্টোবর লুক রাইট টুইটারে তার মতামত ব্যক্ত করেছেন। টু্ইটারে পোস্ট করা এ স্ট্যাটাসটি দেখেছেন প্রায় ৮৪ হাজার ব্যবহারকারী।
লুক রাইট লিখেছেন, ''আজ আবাহনীর হয়ে প্রথম ম্যাচটি জিততে পেরে আমি আনন্দিত। একই সাথে আরো একটি বিষয় জানাচ্ছি যে, এর আগে কখনো ম্যাচসেরার পুরস্কার হিসেবে ব্লেন্ডার পাইনি!''
একই সাথে তিনি ম্যাচসেরার পুরস্কার পাওয়ার মুহুর্তের ছবিও পোস্ট করেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন,"আসলে আমরা পুরস্কারের অর্থমূল্য বিবেচনা করি না। এটা কেউই করে না। যে কোন প্রতিষ্ঠানের স্পন্সরশিপের পেছনে প্রধান উদ্দেশ্য থাকে প্রতিষ্ঠান ও পণ্যের প্রচার।
আমরাও ওয়ালটনের পণ্যগুলো সম্পর্কে জানাতে চাই। আমাদের ব্লেন্ডারটি পরিচিত করানোর লক্ষ্যেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ব্লেন্ডার দেওয়া হয়েছে। "
লুক রাইটের টু্ইট সম্পর্কে উদয় হাকিম বলেন,"তিনি যদি এ পুরস্কার নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন, তাহলে বলতে হয়, এর আগে অনেকেই এ পুরস্কারকে অ্যাপ্রিশিয়েট করেছেন। লুক রাইটের মতো একজন খ্যাতনামা ক্রিকেটারের উচিৎ ছিলো এ পুরস্কার অ্যাপ্রিশিয়েট করা। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।