মৌসুম-সূচক টুর্নামেন্টের জন্য বাফুফেকে ২০ লাখ টাকা দেবে ওয়ালটন। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে একটি মোটর সাইকেল এবং প্রত্যেক ম্যাচে লটারির মাধ্যমে দর্শকদের ৫টি করে মোবাইল ফোন দেবে তারা।
চুক্তি স্বাক্ষর শেষে বাফুফের পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী বলেন, “ওয়ালটনের দেয়া টাকার পরিমাণ নিয়ে আমরা তেমন খুশি নই। তবে ফুটবলের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য।”
ওয়ালটনের জ্যেষ্ঠ উপ-পরিচালক ইকবাল বিন আনোয়ার বলেন, “এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে, প্রথমবারের মতো পৃষ্ঠপোষকতা করতে পেরে আমরা আনন্দিত। আশা করি টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটবে।”
এবারের ফেডারেশন কাপে প্রিমিয়ার লিগের ১০টিসহ ১২টি দল অংশ নেবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।