বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ধানমণ্ডির সেন্ট্রাল রোড এলাকার নিজ ফ্ল্যাট থেকে সাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা এটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও তিন লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, এসমস্ত অর্থ বিভিন্ন জনের কাছ থেকে মুক্তিপণ বাবদ আদায় করা হয়েছে।
জিয়াউল বলেন, সাহিদাকে কলাবাগান থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে ওই থানায় অস্ত্র আইনের ১৯ ধারায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।