আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনীর ‘চূড়ান্ত রাজনৈতিক ভূমিকা’ মেনে নিবেন হাসিনা,ইকোনমিস্টের প্রতিবেদন

নিরপেক্ষ বলে এই পৃথিবীতে কোন মানুষ নেই কিন্তু কিছু লোক নিরপেক্ষতার ভান ধরে। :-বাংলার তৌহিদ

আগামী সংসদ নির্বাচন বিলম্বিত হলে কিংবা রাজপথে সহিংতা দেখা গেলে সেনাবাহিনীর চূড়ান্ত রাজনৈতিক ভূমিকাকে মেনে নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের এক প্রতিবেদনে একথা বলা হয়। শনিবারের প্রিন্ট সংস্করণে প্রকাশিতব্য এই প্রতিবেদনটি ইতোমধ্যেই অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নির্বাচন বর্জনের সম্ভাবনার কথা উল্লেখ করে বলা হয়, ‘বর্জন করা হলে নির্বাচন বিলম্বিত হতে পারে এবং আগামী কয়েক মাস রাজপথে সহিংসতা চলতে পারে।

সেটা হলে ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বরত সেনাবাহিনী চূড়ান্ত রাজনৈতিক ভূমিকা পালন করবে। শেখ হসিনা তাতে বাধ সাধবেন না। ’ ‘বাংলাদেশ: মিউটিনি অ্যান্ড রিভেঞ্জ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিডিআর সসদ্যদের ফাঁসির আদেশ শেখ হাসিনার জন্য উপযুক্ত সময়েই হয়েছে। এতে তার জন্য অতি প্রয়োজনীয় সমর্থন মিলবে। ‘জানুয়ারিতে অনুষ্ঠিতব্য আগামী সংসদ নির্বাচনের আগে ফাঁসি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।

আপিল নিষ্পত্তিতে কয়েক মাস লাগবে। তবে এই রায়ে শেখ হাসিনার জন্য অতি প্রয়োজনীয় সমর্থন পাওয়া যাবে। কারণ, বিদ্রোহীদের এই সাজা সেনাবাহিনীর মধ্যে তার অবস্থান সংহত করবে। ’ প্রতিবেদনে বলা হয়, রায়টি এমন সময় এলো যখন জনমত জরিপে দেখা যাচ্ছে, শেখ হাসিনার আওয়ামী লীগের তুলনায় বিরোধী বিএনপি বহু ব্যবধানে এগিয়ে রয়েছে। বিস্তারিত খবরের লিংক এখানে >>>


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.