আমাদের কথা খুঁজে নিন

   

"ডেমু ট্রেন এর টাকায়, মঙ্গল গ্রহে "মঙ্গলজান" "



খবরঃ চীন থেকে ফালতু ডেমু ট্রেণ এনে বাংলাদেশ যে পরিমাণ অর্থ শ্রাদ্ধ করলো, সেই পরিমাণ অর্থ দিয়ে ভারত মঙ্গল গ্রহে পাঠালো ‘মঙ্গলায়ন। সরকারদলীয় প্রতিক্রিয়াঃ ডেমু ট্রেন এ তো মানুষ কিছুদিন হলেও যাতায়ত করেচে,"মঙ্গলযান" এ তো তাও সম্ভব নয়। বিরোধীদলের প্রতিক্রিয়াঃ ভারতের পর চীন এর সাথে আতাত করতেই এই ট্রেন আমদানি করা হয়েছে। আম জনতার প্রতিক্রিয়াঃ ওরে কত তাকারে,যে টাকার অভাবে পদ্মা সেতু হয় না,সেই টাকা আকাশে উড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।