আমাদের কথা খুঁজে নিন

   

ডেমু ট্রেন বিক্রি করে একটা বড় ও অতি উন্নত ক্রেন কেনার জন্য দাবী ও রাগ প্রকাশ করছি

মন যা চায় তাই করি। "সময়ের সাথে সাথে অধিকার গুলোও হারিয়ে যায়" "যারা জীবনকে উপভোগ করতে জানে না তারা সর্বদা কাজ করে জীবন কাটিয়ে দেয়" ঐ বেডা, দেশের মানুষরে উন্নত ট্রেন কিনয়া এক প্রকার বিলাসিতা করানো দরকার নাকি মানুষের জীবিন বাঁচানোর জন্য উন্নত ক্রেন কেনা দরকার। পারস না একটা বড় ক্রেন কেনতে যা দিয়া উদ্বার কাজ চালানো যায়। অথচ কিনসোস দুইটা বালের ট্রেন। এগুলাতো দুইদিন পরই দেখমুনে ভাঙ্গা। সুতরাং তার আগে এই বালের ট্রেন বিক্রি কইরা দুইটা উন্নত বড় ক্রেন কেনার জন্য আমি দাবি, অনুরোধ আর রাগ প্রকাশ করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।