আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পাকিস্তানকে দেখানোর জন্যই খালেদা জিয়া স্টেডিয়ামে গিয়েছিলেন।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঢাকা জেলা শাখা আয়োজিত সভায় মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
নাসিম বলেন, ‘আমি তোমাদের সঙ্গেই আছি’ বলে পাকিস্তানকে দেখানোর জন্যই খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার স্টেডিয়ামে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ-বিরোধী ভোট আছে তা প্রমাণ করার জন্য খালেদা কাজ করে যাচ্ছেন। জাতীয় সংসদকে অচল ও অকার্যকর করতে দলটি সংসদে যোগ দিয়েছে।
’
স্পিকারকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘সব সময় ভালো মানুষ থাকতে নেই। সংসদে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা কোন ভদ্র ভাষা নয়। এরা নির্বাচিত নয়, এরা মনোনীত। এদের কোনো যোগ্যতা নেই। খালেদা জিয়া যা ইঙ্গিত দেবেন তারা তাই বলবেন এবং করবেন।
’ সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী একজনকে শাস্তি দিলে বা সাময়িক বহিষ্কার করলে কেউ আর এমন আচরণ করার সাহস পাবে না বলে মন্তব্য করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী।
খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা সংসদে থাকেন, কথা বলেন। আগামী নির্বাচনের পদ্ধতি আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই, এ নিয়ে ফর্মুলা দিন। ’ সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, কাউকে ছাড় দিয়ে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।
শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত চলছে দাবি করে নাসিম বলেন, ‘আগামী নির্বাচনে যেকোনো ঘটনাই ঘটতে পারে, এ জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।
সামনে কঠিন সময়। আগামী নির্বাচনে জিততে না পারলে দেশ পাকিস্তানে পরিণত হবে। ’ বাসস
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।