আমাদের কথা খুঁজে নিন

   

সাভার পৌর মেয়র সাময়িক বরখাস্ত

সাভার পৌরসভার মেয়র মো. রেফাতউল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শরিফ আজ বৃহস্পতিবার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
সচিব জানান, সাভারে ধসে পড়া রানা প্লাজার নকশা অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম ও ভবনে ফাটল ধরার পর যথাযথ ব্যবস্থা নিতে পৌরসভার ব্যর্থতার অভিযোগে মেয়র রেফাতউল্লাহর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এ অভিযোগের বিষয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।
গত ২৪ এপ্রিল সাভারে নয় তলা রানা প্লাজা ধসে পড়ে। এতে এ পর্যন্ত চার শতাধিক লোকের মৃত্যু হয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।