আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি দোতলা বাসে আগুন

শনিবার দুপুরে তিতুমীর কলেজের শিক্ষার্থী বহনকারী বিআরটিসির বাসটিতে আগুন দেয়ার সঙ্গে জড়িত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে সকালে যাত্রাবাড়ীর কুতুবখালীতে নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী বিআরটিসির একটি দোতলা বাসে আগুন ধরানো হয়।
শুক্রবার বিরোধী দল রোববার থেকে টনা তিন দিন হরতালে ঘোষণা দেয়ার পর মওদুদ আহমদসহ বিএনপির পাঁচ নেতাকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে হরতাল বুধবার পর্যন্ত বাড়িয়েছে বিএনপি।
নেতাদের আটকের পর শুক্রবার রাতেই রাজধানীর কয়েকটি স্থানে গাড়ি পোড়ানো হয়।

শনিবার সকাল থেকেও তা চলছে।
এর মধ্যেই দুপুরে মহাখালী তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনের সড়কে দোতলা বাসটিতে আগুন ধরানো হয়।  
বনানী থানার ওসি ভুঁইয়া মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছিল। ওই স্থানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বারবার বাসটি সরিয়ে ফেলতে বলার পরেও চালক বাসটি সরায়নি।
“বাসটি দাঁড়িয়ে থাকার সময় এর ওপরের তলায় কয়েকজন শিক্ষার্থী বসে ছিল।

শিক্ষার্থীর ছদ্মবেশে আশিক নামে এক যুবক বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ”
পালিয়ে যাওয়ার সময় আশিককে (২২)শিক্ষার্থীরা আটক করে পুলিশে তুলে দেয় বলে ওসি জানান।
সকাল সোয়া ৯টার দিকে যাত্রাবাড়ীর পূর্ব পাশে কুতুবখালীতে দোতলা বাসটিতে অগ্নিসংযোগ ঘটে।
বিআরটিসির এই বাসটি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছিল। যাত্রাবাড়ী ফ্লাইওভারের পূর্ব প্রান্তে এতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম জানিয়েছেন।


তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্লাইওভারের ওঠার মুখে জ্যাম ছিল। সেই জ্যামের মধ্যেই বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। ”
আগুন লাগানোর পর যাত্রীরা নিরাপদে নেমে আসতে পেরেছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এতে কেউ আহত হয়নি।   

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।