শনিবার নিবন্ধন করানোর জন্য ২৫ জন ফুটবলারকে ঘোড়ার গাড়িতে চাপিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিয়ে আসে শেখ জামাল।
পেশাদার লিগের সাবেক চ্যাম্পিয়নরা এবার জাতীয় দলের ৯ ফুটবলারকে নিয়ে দারুণ শক্তিশালী। জাতীয় দল থেকে বাদ পড়া তিন ফুটবলারও আছেন শেখ জামালে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও বিজেএমসির ‘ঘর ভেঙ্গে’ দল গড়েছে ধানমণ্ডির ক্লাবটি।
গত মৌসুমে ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জয়ী শেখ রাসেল থেকে এসেছেন জাতীয় দলের অধিনায়ক মিডফিল্ডার মামুনুল ইসলাম, ডিফেন্ডার আশরাফ মাহমুদ লিঙ্কন ও হাইতির স্ট্রাইকার সনি নর্দে।
মোহামেডান থেকে যোগ দিয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানা, ফরোয়ার্ড মোবারক হোসেন ও জাতীয় দল থেকে বাদ পড়া ডিফেন্ডার ইয়াসিন খান।
আবাহনীর স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি, গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল, মুক্তিযোদ্ধার গোলরক্ষক জিয়াউর রহমান এবং বিজেএমসির স্ট্রাইকার তকলিস আহমেদের ঠিকানাও এবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
ক্লাবটির সভাপতি মঞ্জুর কাদের বলেন, “এই মৌসুমে আমাদের বাজেট ৯ কোটি টাকা। প্রত্যেক বিভাগের সেরা খেলোয়াড়দের নিয়ে দল গড়েছি আমরা। আশা করি এবার সবগুলো শিরোপা জিততে পারবো।
”
শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসিও দারুণ আশাবাদী। তিনি বলেন, “ক্লাব কর্তৃপক্ষ আমার হাতে সেরা দলটাই তুলে দিয়েছে। এখন আমার দায়িত্ব খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরম্যান্স আদায় করে নেয়া। সবকিছু ঠিক-ঠাক হলে আশা করি মৌসুমের সব শিরোপা জিততে পারবো। ”
অধিনায়কের দায়িত্ব পাওয়া মামুনুল বলেন, “গত মৌসুমে শেখ রাসেলের পক্ষে তিনটি শিরোপা জিতেছিলাম।
এবার শেখ জামালের হয়ে সবগুলো শিরোপা জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ”
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: মোস্তাকুর রহমান, জিয়াউর রহমান, মাজহারুল ইসলাম, ওমর শরীফ রিয়াদ, ইয়ামিন আহমেদ, রায়হান হাসান, আশরাফ মাহমুদ লিঙ্কন, ইয়াসিন খান, নাসির উদ্দিন চৌধুরী, দিদারুল হক, কেষ্ট কুমার, জহিরুল ইসলাম, মামুনুল ইসলাম, মোনায়েম খান রাজু, সোহেল রানা, শাহেদুল আলম, আলমগীর কবির রানা, মোবারক হোসেন, শাখাওয়াত হোসেন রনি, তকলিস আহমেদ, ইকেচুকু ওকেমেরি, সনি নর্দে, ফেমি অরুনেমি, আলী আমিসু আব্দুল্লাহি, ওয়েডসন অ্যানসেলমে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।