বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর ইউএনবির।
খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আসুন, আমরা আলোচনায় বসি। আপনারা যেখানেই আলোচনায় বসতে চান, আমরা সেখানেই বসতে রাজি আছি।’
বিরোধী দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো সময়, যেকোনো স্থানে আলোচনা হতে পারে। তবে সংসদ সবচেয়ে ভালো জায়গা, নিরপেক্ষ জায়গা। সংসদে আসুন, সংসদে আলোচনা হতে পারে।’
২ মে আহূত হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।