আমাদের কথা খুঁজে নিন

   

মওদুদ আনোয়ার মিন্টু চিত্রায়, সুরমায় রফিকুল

শনিবার রাত ৮টার দিকে তাদের বহনকারী প্রিজন ভ্যানটি ঢাকা কারাগার থেকে কাশিমপুরের উদ্দেশ্যে রওনা দেয়।
তবে তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ছিলেন না। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের করা হয়নি।
কাশিমপুর কারাগারের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির জানান, রাত সোয়া ১০টার দিকে মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং আব্দুল আউয়াল মিন্টুকে বহনকারী প্রিজন ভ্যানটি কারাগারে পৌঁছায়।
তাদের মধ্যে কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর ডিভিশন প্রাপ্তদের বন্দিশালা চিত্রাভবনে মওদুদ, এম কে আনোয়ার ও মিন্টুকে রাখা হয়েছে।
এছাড়া কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর ডিভিশন প্রাপ্তদের জন্য নির্ধারিত স্থান সুরমা ভবনে রাখা হয়েছে রফিকুল ইসলাম মিয়াকে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এ ইতোপূর্বে গ্রেপ্তার হওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও মীর কাশিম আলী এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, কেএম ইউসুফ, ডা. মো. শফিক ও হেফাজতে ইসলামের নেতা মুফতি ওয়াক্কাস বন্দি রয়েছেন।
দুই সপ্তাহে ছয় দিনের কর্মসূচি শেষে এই সপ্তাহে আরো তিনদিনের হরতাল ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যে বিএনপির এই চার নেতাসহ শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
আটকের ১২ ঘণ্টার বেশি সময় ধরে ধোঁয়াশা রাখার পর পুলিশ জানায়, বিএনপি নেতাদের পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর পুরনো দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।