আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহে গ্রেফতার ১১, তিনজনের ১ মাস করে কারাদন্ড

সহিংসতার সাথে জড়িত থাকা ও হরতালের সমর্থনে পিকেটিং করার সময় আজ সকালে ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিনাকুন্ডুসহ বিভিন্ন স্থান থেকে সদর থানা যুবদলের সাধারন সম্পাদক সহ ১১জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
এদের মধ্যে ভ্রাম্যমান আদালত থানা যুবদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম মেম্বার, থানা সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মশিয়ার রহমান, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক সাইদ মাহমুদ মমিনকে এক মাস করে কারাদন্ড প্রদান করেন।
 
অন্যান্য গ্রেফতারকৃতরা হলো- সদর থেকে ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম, আলমগীর, লিংটন, বজলুর রহমান, উজ্বল, জামাল, শৈলকুপা স্বেচ্ছাসেবকদল নেতা শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা উজ্জল বিশ্বাস ও বিএনপি কর্মী বজলুর রহমান।
 
এদিকে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মসিউর রহমানের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
 
অপরদিকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান দাবি করেন গত ১৪ দিনে ঝিনাইদহে বিএনপির ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে প্রশাসন। তিনি অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানিয়েছেন।
 
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.