আমাদের কথা খুঁজে নিন

   

হামলার আশঙ্কায় খালেদার নিরাপত্তা জোরদার

হামলার আশঙ্কায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার অনৈতিক হরতাল ১৮ ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য বিক্ষুব্ধ জনতা তার ওপর আক্রমণ চালাতে পারে। তাই তার নিরাপত্তা জোরদারে খালেদা জিয়ার গুলশানের বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যসহ সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে।

খালেদা জিয়াকে গ্রেপ্তারের কোনো সম্ভাবনা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যা বলার বলে দিয়েছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানিয়েছেন। এর অর্থ এই নয় যে, তারা মানুষ খুন করতে পারবেন, সন্ত্রাসী কার্মকাণ্ড চালাতে পারবেন। তাই যারা মানুষ খুন করেছে, সন্ত্রাস করেছে, আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপির পাঁচ শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তারের মাধ্যমে সংলাপ বাধাগ্রস্ত হবে না উল্লেখ করে তিনি বলেন, শুধু সংলাপের সম্ভাবনা আছে বলেই যারা ফৌজদারি অপরাধে জড়িত তাদের আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারি না। সংলাপের আমন্ত্রণ বহাল আছে।

সংসদ চলাকালে দু’জন সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, এটা স্পিকারকে জানানো হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি স্পিকারকে অবগত করা হয়েছে। সংসদ সদস্য বলে তারা আইনের ঊর্ধ্বে নন।

উল্লেখ্য, গত শুক্রবার হরতাল কর্মসূচি ঘোষণার পর থেকেই গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে সাদা পোশাকেরও অনেক পুলিশ ঘোরাফেরা করছে।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.