জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!!
যেহেতু আমার লিখা পোস্ট গুলো প্রথম পাতায় প্রকাশিত হওয়া শুরু হয়েছে, সেহেতু আমার কিছু প্রিয় লিখা পুনরায় পোস্ট করছি। সবাই পড়বেন আশা করি......
ল্যাম্পপোস্টের প্রজ্বলিত সভা মূর্তিমান।
ছিন্ন বস্র পরিধেয়, নিথর দেহ নিদ্রায় আছন্ন ক্লান্তিতে।
অবিন্যস্থ কৃষ্ণ চুলের মস্তক শায়িত হয়
টুকরো বস্র বেষ্টিত পাথর খণ্ডে।
ল্যাম্পপোস্টের প্রজ্বলিত সভা মূর্তিমান।
মাথার উপর পরিষ্কার বিশাল আকাশ,তারা ঝলমলে রা্ত।
প্রকৃতির লালিত্তে নিবৃত হয় মনের খোরাক।
ল্যাম্পপোস্টের প্রজ্বলিত সভা সদাই মূর্তিমান।
কখনো অভুক্ত বা অরধভুক্ত দিন কাটে, অথবা রাত্রি জাগায়।
পাপবোধ উবে গেছে বাস্পের ন্যায়,
জীর্ণশীর্ণ, দুর্বল দেহ কখনোবা আসক্ত নেশায়।
ল্যাম্পপোস্টের প্রজ্বলিত সভা সর্বদাই মূর্তিমান।
বর্ষায় হয়ত কাটাতে হয় নির্ঘুম রাত
হয়তো আশ্রয় হয় কোন পরিতেক্ত দালানে!
শীতার্ত কম্পমান দেহে হয়কি উষ্ণতার সংকুলান?
ল্যাম্পপোস্টের প্রজ্বলিত সভা সদাই মূর্তিমান।
তিনবেলা পেট পুরে খাওয়ার স্বপ্ন চোখে
সদাই দৃশ্যমান। ।
তারিখঃ ২১-০৮-২০০৬
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।