আমাদের কথা খুঁজে নিন

   

রেললাইনের ধারে জীবন...

তুমি যদি ভাবো কোনও পরিবর্তন আনার জন্য তুমি খুব ছোট, তাহলে তুমি কখনও মশার কামর খাওনি। - আফ্রিকার প্রবাদ।

আমার স্কুল মতিঝীলে। অনেক ঝড়-ঝাপটা সহ্য করে যেতে হয়। যাওয়ার অনেকগুলো পথের মধ্যে সবচেয়ে সহজ ও ভেজালের পথ হল খিলগাঁও রেলগেট।

গত ৫ বছর ধরে এই পথে যাতায়াত করছি, তাই বোধ হয় রাস্তার ধারের দৃশ্যগুলো খুব একটা আলাদা হয়ে চোখে পরে না। যাই হোক, একদিন স্কুল থেকে বাসায় ফিরছি। সাথে কিছু বান্ধবি আছে। হঠাৎ করে রেলগেটের সবচেয়ে বিরক্তিকর মুহূর্ত এলো-ট্রেনের শব্দ। অনেক হুড়োহুড়ি করে ট্রেন আসার আগে রেলগেট পার হওয়ার চেষ্টা করল সবাই।

আমাদের রিকশাওয়ালাও চেষ্টা করল, কিন্তু একটুর জন্য পিছনে থেকে গেল। ট্রেন আসছে যেন হেঁটে হেঁটে। আমি খুব বিরক্ত। তার উপর বান্ধবিরা কানের কাছে প্যানপ্যান করছে। হঠাৎ করে ফ্লাইওভারের একটি খাম্বার উপর চোখ পরল, না খাম্বা না, খাম্বার কাছে বসে থাকা একটি নারী।

গায়ে এতটুকু শক্তি নেই। শুধু যেন হাড্ডি ও চামড়া। বসে বসে বিড়ি টানছে। গায়ে একটুকরো ছেড়া শাড়ি। তার আশেপাশে কিছু ভাঙ্গা হাড়ি ও প্লেট।

তার মতই আরেকজন মহিলা থালা নিয়ে সবার কাছে ভিক্ষা চাচ্ছে। সে গিয়ে বসে থাকা মহিলাকে কি যেন বলল, যেন কুশলাদি জিজ্ঞেস করছে, কোনও কারনে সান্ত্বনা দিচ্ছে। তাদের ভাষাটাও বঝার ক্ষমতা নেই আমাদের। রাস্তার মানুষজন সবাই তাদেরকে দেখছে, কিন্তু তাদের ভ্রুক্ষেপও নেই। আমার সাথের সবাই দেখে হাসাহাসি করছে।

ভিক্ষুক মহিলা তারপর সবার কাছে চিল্লায়ে কি যেন বলল। তারপর কিছু বুঝে ওঠার আগেই রিকশা চলা শুরু হল। ট্রেন চলে গেছে। এরকম অনেক মানুষ রেললাইনের ধারে জীবন কাটায়। আমি এরপরও অনেকদিন সে পথে যাতায়াত করেছি।

কিন্তু সেই মহিলাকে আর দেখিনি। সেই মহিলার চোখে আমি একটা জিনিস দেখেছিলাম যা উচ্চবিত্ত ও বিলাশি মানুষের চোখে দেখা যায় না-প্রচণ্ড কষ্ট। রেলগেটের ধারে অনেক বাস্তুহারা মানুষ শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, অথবা জীবনের শেষ হওয়ার অপেক্ষা করে। আমাকে সবাই বলে ওরা গরীব না, দেশের বাড়িতে জায়গা আছে। ঢাকায় থাকাই ওদের মুললক্ষ্য।

আমি জানি না সত্য কি। আমি এটাও জানি না যে বাংলাদেশে কিভাবে ও কখন দারিদ্র কমেছে। রেললাইনে, রাস্তায়, স্টেশনে, ফুটপাতে এখনও শতশত মানুষের জীবন কাটে। তাদের ঘরবাড়ি নেই, কিছু নেই। কিন্তু আমরা তাদের পাশ কাটিয়ে চলে যাই।

আমরা মেনে নেই যে আমাদের কিছু করার নেই। আমিও এর আওতামুক্ত না। সবাই বলে, মানুষ এখন সভ্যতার চূড়ান্তে উঠেছে, কিন্তু বোধ হয় এখনও আমাদের মাঝে পশুত্বের আঁচ থেকে গেছ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।