রেল পুলিশের ধারণা, রোববার রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়। সকালে লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
রেল পুলিশের জয়দেপুর জংশন ফাঁড়ির এ এস আই দাদন মিয়া জানান, সকাল ১০টার দিকে কালিয়াকৈরের ভান্নারা রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশে দুই যুবকের লাশ পাওয়া যায়।
তাদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। একজনের পরনে ছিল কালো টি শার্ট ও জিন্স, অন্যজনের আকাশি ফুল শার্ট ও কালো প্যান্ট।
“তাদের থেতলানো মাথা ও দেহ দেখে মনে হয়, ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে। ”
একই রেল লাইনে গাজীপুর সদর উপজেলার মিরেরগাঁও রেল ব্রিজের পাশে পাওয়া যায় আনুমানিক ৩০ বছর বয়সী আরেক যুবকের লাশ। তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি।
ভোরের দিকে রেল সেতু পার হওয়ার সময় ওই যুবক ট্রেনের ধাক্কায় নিহত হন বলে দাদন মিয়ার ধারণা।
তিনি জানান, তিন জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত বছর জুলাই-অগাস্ট সময়ে গাজীপুরে রেললাইনের পাশ থেকে এক মাসের মধ্যে অন্তত ১৩টি লাশ উদ্ধারের পর দুটি তদন্ত কমিটি করা হয়। সে সময় এসব মৃত্যুর সঠিক কারণ খুঁজে পাওয়া না গেলেও এর পেছনে ছিনতাইয়ের যোগসূত্র রয়েছে বলে স্থানীয়দের ধারণা।
তখনকার রেলমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসীরা যাতে ট্রেনে এবং ট্রেনের ছাদে উঠতে না পারে সেজন্য নিরাপত্তাকর্মীদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।