আমাদের কথা খুঁজে নিন

   

রেললাইনের ধারে............ মধ্যবয়সী নারী..........খোকা ফিরবে



সেই রেললাইনের ধারে মেঠো পথটার পারে দাড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে.. ঘরে ফিরবে কবে ফিরবে না, রেললাইনের ধারে দাড়িয়ে হয়তবা কোন মা এখন তার সন্তানের জন্য অপেক্ষা করবে কিনা জানিনা, তবে হাওয়া ভবন কিংবা গুলশানের বাড়ী থেকে কোন মা কি তাকিয়ে থাকবেন পথের দিকে? কখন তার সন্তান ফিরবে? সেটাও আমার অজানা। হাওয়া ভবনে বাস করা কোন মা কি রিমান্ডে থাকা তার সন্তানের আর্তচিৎকার শুনতে পায় কিনা সেটাও জানিনা। হাওয়া ভবনের ছাদে কিংবা বারান্দায় দাড়িয়ে নিশব্দ রাত্রিতে কি কোন মা তার সন্তানের পরিণতির কথা চিন্তা করেন কিনা তাও আমার জানা নেই। টেলিভিশনের পর্দায় বেশীক্ষন তাকিয়ে থাকা যে মায়ের পক্ষে সম্ভব হয়না সে কি তার সন্তানকে জেলের হাসপাতালে দেখতে যাবে কিনা তাও জানিনা। যে মা তার নিজের সব অর্জনকে বিসর্জন দিয়ে হলেও সন্তানের অর্জনকে বড় করে তুলতে চায় সে মা কি সন্তানের অর্জনকে নিয়ে গর্ববোধ করবে কিনা সেটাও ঠিকমত বলতে পারবনা। গানের লাইনগুলোর মা-এর সাথে যাকে তুলনা করছি সে মা-এর কোন পার্থক্য আছে কিনা যানিনা। মা তো মা-ই। মা-এর কোন তুলনা হয়না । মা পরম মমতাময়ী। কিন্তু এত সবের পরেও যে মা তার সন্তানের বিপথগামী পথকে না রুখে দিনের পর দিন প্রশ্রায়ে তাকে নায়কের পরিবর্তে খলনায়ক বানিয়েছে সেই মাকে যদি সন্তান দায়ী করে তাহলে সেটা কি খুব বেশী অন্যায় হয়ে যাবে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।