আমাদের কথা খুঁজে নিন

   

কালীগঞ্জে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বারোবাজারে বিষাক্ত বাংলা মদ পান করে ৪ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় আরো ৩ জনকে হাসপাতালে ভর্তি হয়েছে । নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার বারোবাজার গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে নবা (৩৬), বাহার আলীর ছেলে  নজরুল (৩৫) ও মোজ্জাম্মেল (৪০) এবং কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের পটু সরদারের ছেলে মন্টু সরকার (৩০)।

জানা গেছে, গতকাল রবিবার রাতে কালীগঞ্জের বারোবাজারের মদ বিক্রেতা বাহার আলীর ছেলে খায়রুলের কাছ থেকে বাংলা মদ (স্পিরিট) ক্রয় করে বেদে পল্লীর লোকজন। মদপানের কিছুক্ষণের মধ্যেই তারা পরপর অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের যশোর হাসপাতালে নেবার পথে বারোবাজারের নবা, নজরুল ও মোজাম্মেল মারা যায়।  

এদিকে, কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামে বিষাক্ত মদ পান করে গতকাল রাতে মন্টু সরকার নামে একজনের মৃত্যু হয়েছে।

বারোবাজার পুলিশ ফাঁড়ির ওসি মাহবুব হোসেন জানান, শনিবার রাতে বারবাজারের মহিষাহাটি বেদে পল্লীতে একটি বিয়ের অনুষ্ঠানে তারা এই স্পিরিট পান করে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয় ও ৩ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.