সামাজিক কোন্দলের জের ধরে আজ দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তালীয়ান গ্রামে দুই-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনির হোসেন হোসেন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গ্রামে আধিপত্যা বিস্তার নিয়ে তালীয়ান গ্রামের সাকাওয়াত হোসেন ও শের আলী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুর ১২টার দিকে দু'গ্রুপের দুজনের সাথে কথাকাটাকাটি হয়। পরে উভয় গ্রুপই গ্রাম্য ঢাল, রামদা, শরকিসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে দু'গ্রুপের ১০ জন আহত হয়েছেন। ঘটনার পরে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।