ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় খয়েরতলা নামক স্থানে আজ দুপুরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৬ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়েছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালীগঞ্জ উপজেলার খয়েরতলা নামক স্থানে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে গাছ ফেলে অবরোধের চষ্টো করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় কালীগঞ্জ থানা পুলিশ তাদের বাধা দেয়।
একপর্যায়ে পুলিশ তাদের উপর গুলি নিক্ষেপ করে।
কালীগঞ্জ থানার ওসি মনির উদ্দীন মোল্লা জানান, হরতাল চলাকালে জামায়াত-শিবির কর্মীরা মহাসড়ক অবরোধের চষ্টো করলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
এসময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে শিবির কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে পুলিশ ৬ রাউন্ড শর্ট গানের গুলিবর্ষণ করে।
এদিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত- শিবির।
আজ দুপুর ২টার দিকে শহরের মূল বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।