আমাদের কথা খুঁজে নিন

   

ঝালকাঠি যুবলীগ সভাপতির পদত্যাগ

ঝালকাঠি যুবলীগ সভাপতি আ. হক খলিফা পদত্যাগ করেছেন। তবে কি কারণে তিনি পদত্যাগ করেছেন তা জানা যায়নি। যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে তিনি পদত্যাগের মৌখিক ঘোষণা দেন।

জানা যায়, যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালীর মধ্য দিয়ে পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটের সময় দলীয় কার্যলয়ে কেক কাটা হয়।

পরে সকাল ১০টার সময় শহরের আমতলাস্থ আমির হোসেন আমুর বাস ভবনের সামনের সড়কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা যুবলীগের আহবায়ক লিয়াকত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম।

এছাড়া আরও ছিলেন, সিনিয়র সভাপতি সরদার শামসুল হক আক্কাস, যুগ্ম সাধারন সম্পাদক মোবারক হোসেন মল্লিক, নলছিটি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, কৃষকলীগ সভাপতি এ্যাড. আ. মান্নান রসুল পিপি, এম আলম খান কামাল, তরুন কর্মকার, প্রধান বক্তা জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম জাকির।

সভায় শহর যুবলীগের সভাপতি আ. হক খলিফা তার বক্তবের মাধ্যমে তার পদ থেকে আব্যহতি চেয়েছেন। তিনি বলেছেন নতুনদের হাতে নেতৃত্ব দিতেই তার পদত্যাগের ঘোষনা।

এ ব্যাপারে জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম জাকির বলেন, 'মৌখিক কথায় তাকে অব্যহতি দেয়া যায়না। আমরা পদত্যাগের কোন কাগজ পায়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।