বিএনপির কেন্দ্রীয় টিম গতকাল ঝালকাঠি সফর করেছে। তবে এই সফর টিমকে বর্জন করে ঝাড়ুমিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির একটি অংশ।
কেন্দ্রীয় টিমের সফর উপলক্ষে গতকাল সকাল ১০টায় শহরের অতিথি কমিউনিটি সেন্টারে এক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সফর টিমের দলনেতা আলতাফ হোসেন চৌধুরী। সফর টিমের সদস্য ও জেলা বিএনপির সভাপতি ব্যারিস্টার শাহজাহান ওমরের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সফর টিমের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজন।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, জেলা বিএনপি নেতা মিঞা আহমেদ কিবরিয়া, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস আকতার শিরিন ও পিরোজপুর জেলা বিএনপি সভাপতি গাজী নুরুজ্জামান প্রমুখ। ৪ উপজেলার ৩০ জন প্রতিনিধি সমাবেশে বক্তব্য দেন। বক্তারা ১১ জুন ঢাকায় সমাবেশ সফল করার আহ্বান জানান। এদিকে, সফর টিমের দুজন সদস্য সমাবেশে আসেননি। এরা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির ২ যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক নান্নু ও জিবা আহমেদ খান।
মাহবুবুল হক নান্নু বলেন, সফর টিমের সদস্য হওয়া সত্যেও আমাকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। যার কারণে আমি যাইনি। জিবা আহমেদ বলেন, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু আরও অনেক নেতাকে এ বিষয়ে অবহিত না করায় আমি সমাবেশে যাইনি। অন্যদিকে, কেন্দ্রীয় সফর টিমকে বর্জন করে গতকাল সকাল ১০টায় ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ডা. টি আহমেদ সমর্থিত নেতা-কর্র্মীরা।
শহরের কামারপট্টি বিএনপির একাংশের কার্যালয় থেকে বিএনপি নেতা মাহাবুব আলম খান, অ্যাড. খান শহিদ, ছাত্রদলের জেলা আহ্বায়ক সাফায়াত হোসেন সরদার ও যুবদলের কেন্দ্রীয় সদস্য আলাউদ্দিন খানের নেতৃত্বে জাতীয়তাবাদী নাগরিক ফোরামের ব্যানারে ঝাড়ু মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। মিছিলে শাহজাহান ওমর ও আলতাফ চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।