আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় বিরোধী দলীয় নেত্রী, জনগন কে বুকা বানিয়ে রাজাকারদের বাচানর যে পথ আপনি বেছে নিয়েছেন তা কখনোই এদেশের মানুষ মেনে নিবে না ।

আমার ধর্ম ইসলাম, আমি আল্‌লাহ কে বিশ্‌বাস করি, আমি চাই সব নাস্‌তিক আমাদের চলাফেরা ও আচরণে মুগদ্‌ধ হয়ে ইসলাম গ্রহণ করুক। আমি চাই সব ধর্মের মানুষ মিলে মিশে সুণ্‌দর একটা পৃথিবী

গনতন্ত্রকে হত্যা করে, দেশের সংবিধ জনগনের সামনে নিলজ্জের মত ধর্ষন করে  সুধু মাত্র আগ্নেয়াস্ত্রর বলে যে ব্যাক্তি রাতের আধারে জোর পুর্বক নিজেকে রাষ্ট পতি হিসাবে ঘোষনা করে সে কখনো রাষ্টের জন্য মঙ্গল বয়ে আনতে পারেনা । আর সেই রাষ্টপতির সৃষ্টি করা দল কখনো গনতন্ত্রের জন্যে যুদ্ধের ঘোষনা দিলে তা জনগনকে বিভ্রান্ত করা ছারা কিছুই নয় । আজ বি, এন, পি  গনতন্ত্রের নামে হরতাল দিয়ে দেশের সম্পদ যেভাবে ধংস করছে, তার উদ্দেশ্য কখনোই গনতন্ত্র রক্ষা করা হতে পারেনা । তত্তাবধায়ক করে করে দেশের সংবিধানের প্রতি  যেভাবে অসন্মান প্রর্দশন করছে তা হয়ত তেতুল সফি মার্কা সল্প শিক্ষিত লোক জনের পক্ষে মেনে নেয়া সম্ভব কিন্তু দেশের বিবেক সম্পন্য শিক্ষিত সমাজ কখনো মেনে নিবে না ।

বেগম জিয়া হয়তো  আজ ভুলে গেছেন মেজর জিয়া কিভাবে রাষ্টের সর্বোচ্চ শপত ভুলে , একজন সেনা কর্মকর্তা হয়ে ও সেনা আইন কে পাদুদলিত করে রাতের আধারে কিভাবে অস্ত্রের মুখে রাষ্টপতির ক্ষমতা কুক্ষিগত করেছিলেন, হয়তো ভুলে গেছেন আজ যে সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন তা কোনো সেনাঘাটিতে শৃষ্টি সংবিধান না। এ সংবিধান জনগনের ভোটে নির্বাচিত সরকারের সৃষ্টি ।   অবশ্য বেগম জিয়ার ভুলে যাবারই কথা । ইতিহাস জানে উনার সরন শক্তি কম , উনি কখনোই  কছু ঠিক ঠাক মনে রাখতে পারেনা, অতীতে ও পারতেন না। এমন কি ইস্কুলের পরা ও উনার নাকি ঠিক মত মনে থাকত না।

  যে কারনে অষ্টম শ্রেনীর উপরে বিদ্যার্জন করা উনার পক্ষে সম্ভব হয়নি। মাননীয় বিরোধী দলীয় নেত্রী, জনগন কে বুকা বানিয়ে রাজাকারদের বাচানর যে পথ আপনি বেছে নিয়েছেন তা কখনোই এদেশের মানুষ মেনে নিবে না । দয়া করে নিজেকে শুধরান । ইতিহাস কাউকে ক্ষমা করেনা । ত্যাগ করুন ৭১ এর নরঘাতকদের বাচানোর এই নুংরা রাজনীতি   নাহলে পরবর্তি প্রজন্মের সন্তানেরা কেউ বেঈমানি করলে আর মীর জাফর বা ঘসেটি বেগম বলবে না, বলবে খালেদা বা তারেক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.