গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন সিনেমার প্রধান সহকারী পরিচালক সাইমন জাহান। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।
সাইমন জানান, সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন ঝন্টু।
সিনেমাতে দেখা যাবে, গ্রামের এক স্কুলের প্রধান শিক্ষকের (আলমগীর) বাড়িতে গৃহকর্মীর কাজ করে লতিফা (বন্যা মির্জা)। সারাবেলা ঘরকন্না সামলে রাতে সে আলমগীরের কাছে পড়তে বসে।
লতিফা স্নাতক পাস করে। এরপর সে ফিরে যায় নিজের গ্রামে। একদিন প্রধান শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে দেখেন, লতিফা শিক্ষামন্ত্রী হয়েছে।
এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন আনোয়ার জাহান ঝন্টু।
সাইমন জানান, আগামী বছর জানুয়ারিতে ‘টাইমমেশিন’ নামে সাই-ফাই সিনেমা বানাবেন তারা।
এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। এ সিনেমারও চিত্রনাট্য লিখেছেন দেলওয়ার জাহান ঝন্টু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।