আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম

রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে ফ্রান্সিস বেকনের 'থ্রি স্টাডিজ অব লিউসিয়ান ফ্রড' চিত্রকর্মটি। বন্ধু ও সহকর্মী লিউসিয়ান ফ্রডকে নিয়ে আঁকা চিত্রকর্মটি মঙ্গলবার নিউইয়র্কে নিলামে তোলা হয়। খুব বেশি সময় লাগেনি এটির দাম উঠতে। ছয় মিনিটের মাথায় ১৪২ মিলিয়ন ডলারে চিত্রকর্মটি কিনে নেন এক ক্রেতা। তবে ক্রেতার অনুরোধে তার নামটি গোপন রেখেছে নিলাম কর্তৃপক্ষ।

এটিই এখন বিশ্বের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া চিত্রকর্ম।

বিশ্বখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী বেকন ১৯৬৯ সালে তিনটি ফলকের উপরে এই চিত্রকর্মটি তৈরি করেন। প্রথমবারের মত নিলামে ওঠা ফ্রান্সিস বেকনের চিত্রকর্মটির মূল্য ধরা হয়েছিলো ৮৫ মিলিয়ন ডলার। নিউইয়র্কে ক্রিস্টির নিলাম ঘরে নিলাম শুরু হবার ছয় মিনিটের মাথায় চিত্রকর্মটি ১৪২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে বিক্রি হয়ে যায়। এটি গত বছর নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রিত এডভার্ড মাঞ্চের 'ইমোশনাল কিনশিপ' কে ছাড়িয়ে গেছে।

ইমোশনাল কিনশিপ বিক্রি হয়েছিল ১১৯ দশমিক ৯ মিলিয়ন ডলারে।

প্রসঙ্গত, ফ্রান্সিস বেকন লন্ডনের রয়্যাল কলেজ অব আর্টে বসে ১৯৬৯ সালে তিনটি ফলকের উপরে এই চিত্রকর্মটি তৈরি করেন যা তার করা চিত্রকর্মগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.