আমাদের কথা খুঁজে নিন

   

মহিউদ্দিন চৌধুরী সভাপতি আ জ ম নাছির সম্পাদক

অবশেষে স্বস্তি ও উদ্দীপনা এলো চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে। জাতীয় নির্বাচন যখন অত্যাসন্ন তখন নতুন কমিটি ঘোষণা দিয়ে যেন চমকই দিলেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং দীর্ঘদিনের পরীক্ষিত ও বঞ্চিত নেতা আ জ ম নাছির উদ্দিন। ৭১ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটিতে ঠাঁই পেয়েছেন আওয়ামী পরিবারে দীর্ঘদিনের উপেক্ষিত এমপি এম এ লতিফ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মুহাম্মদ হাসনী, ৩ বারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন, প্রাক্তন যুবনেতা নোমান আল মাহমুদসহ অন্তত ৫০ জন পদবঞ্চিত ছাত্র ও যুবনেতা। দলের নির্ভরযোগ্য সূত্র এ কথা জানায়।

২০০৬ সালের ২৭ জুন সর্বশেষ অনুষ্ঠিত সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হন মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু। সে সময় বিদায়ী সভাপতি এম এ মান্নান ও সহ-সভাপতি ইসহাক মিয়াসহ মহিউদ্দিন ও দানু মিলেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা ছিল। কিন্তু তা আর হয়নি। এরই মধ্যে দানু ও এম এ মান্নান ইন্তেকাল করেন।

এদিকে ২০০৬ সাল থেকে দফায় দফায় ২৭ জনের নাম কেন্দ্রে পাঠানো হলেও আন্তঃকোন্দলের কথা বিবেচনায় রেখে কেন্দ্র তা অনুমোদন দেয়নি।

এরই মধ্যে গেল ৩ বছরে মহানগরে কোন্দলের নানা রূপ প্রকাশিত হয়েছে। বেড়েছে ঐক্যের তাগিদও। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসতেই যেন ঐক্যের তাগিদ থেকে নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি অনুমোদন দিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি রেখেই চট্টগ্রামের নানা শ্রেণী-পেশার মানুষের ইতোমধ্যে আস্থার মুকুট পাওয়া দলে দীর্ঘদিনের বঞ্চিত নেতা আ জ ম নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করায় যেন নতুন উজ্জীবনী শক্তি এলো আওয়ামী লীগে। এ কমিটি আগামী জাতীয় নির্বাচনে শহরের চারটি সংসদীয় আসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন কোতোয়ালি-বাকলিয়া আসনের এমপি নুরুল ইসলাম বিএসসি।

পতেঙ্গা-বন্দর আসনের এমপি এম এ লতিফ মনে করেন দলের তৃণমূলের প্রত্যাশার কথা ভেবেই নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে চমক দিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে যেন দলে দীর্ঘদিনের শ্বাসরুদ্ধকর অবস্থার অবসান ঘটল।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাশ ৭১ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি গঠনের বিষয়টি স্বীকার করেছেন। নতুন কমিটি প্রসঙ্গে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বিশেষ কিছু বলতে না চাইলেও তিনি শুরু থেকেই ঐক্যের পক্ষেই বক্তব্য রেখেছেন সভা-সমাবেশে।

অন্যদিকে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসার্থে অবস্থানরত নতুন সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, আওয়ামী লীগ তৃণমূল মানুষের ঐক্যের দল।

সবাই মিলে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে পারলেই হবে নতুন কমিটির বড় অর্জন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.