১৯৪৭ সাল। ভারত-পাকিস্তান বিভক্তিতে বিচ্ছিন্ন হয়ে গেলেন অন্তরঙ্গ দুই বন্ধু। সীমান্তের এই বিভক্তি শুধু দুটি দেশকে বিচ্ছিন্ন করতে পেরেছে, কিন্তু বন্ধুত্ব পেরেছে কী? এমনই মর্মস্পর্শী একটি কাহিনি নিয়ে বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে গুগল ইন্ডিয়া।
‘গুগল কমার্শিয়াল: রিইউনিয়ন’ নামের এই বিজ্ঞাপনচিত্রটি গত বুধবার গুগল ইন্ডিয়া উন্মুক্ত করেছে। ইউটিউবের ভিডিওটি এরই মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ দেখেছেন আর তাতে লাইক দিয়েছেন ১৩ হাজারের বেশি ব্যবহারকারী।
গুগল সার্চের নানা সুবিধা প্রদর্শন করতে গুগলের এই বিজ্ঞাপনচিত্রটি উন্মুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ। গুগল সার্চ অপশন ব্যবহার করে দেশের সীমান্তের বাধা ডিঙিয়ে কীভাবে হারিয়ে যাওয়া দুই বন্ধুর মধ্যে আবার দেখা হয় তা দেখানো হয়েছে ভিডিওচিত্রটিতে।
সাড়ে তিন মিনিটের এই ভিডিওচিত্রটি শুরু হয় ভারতের সুমন নামের এক তরুণীকে দিয়ে। দাদুর কাছে অতীতের স্মৃতিচারণায় সুমন জানতে পারে দাদুর হারিয়ে যাওয়া বন্ধু ইউসুফের কথা। ইউসুফ তখন পাকিস্তানের লাহোরে।
দাদুর বর্ণনা শুনে গুগলে সার্চ করতে শুরু করে সুমন। গুগল সার্চে খুব সহজেই ইউসুফকে খুঁজে পাওয়া যায়। এক্ষেত্রে সার্চে বিশেষ কি-ওয়ার্ড ব্যবহার করে সুমন।
গুগলের এ বিজ্ঞাপনটি এখনও ইউটিউব, ফেসবুক, টুইটারে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, মানুষের সম্পর্ক, যোগাযোগ প্রভৃতির ক্ষেত্রে প্রযুক্তি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
পণ্যের বা বিজ্ঞাপনের ক্ষেত্রে সম্পর্কের বিষয়গুলো মানুষকে আরও বেশি টেনে আনতে পারবে। মানুষ সার্চের ক্ষেত্রে ব্যক্তিগত বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেবে।
আমাদের জন্য সুখবর হচ্ছে, গুগলে বাংলা সার্চ প্রায় হিন্দি ভাষার সার্চের কাছাকাছি চলে এসেছে। গুগল এখন বাংলাকেও তার হোয়াইট লিস্টে রাখতে শুরু করেছে।
প্রথম আলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।