দৈনন্দিন জীবনে আমাদের মনে জাগে নানাবিধ প্রশ্ন. আর কোনো সমস্যায় পড়লে আমাদের সব থেকে বড় বন্ধু হয় গুগল. সার্চ করলেই পেয়ে যাই রকমারি সব উত্তর.
তবে আমরা এমন অনেক সমস্যায় পড়ি যা গুগলকে ঠিক বোঝাতে পারিনা কিংবা ওই বিষয়ক লেখা গুগলের আওতায় খুব কম পরিমান. নিশ্চয় আপনি প্রোগ্রামিং করতে গিয়ে অনেক সময় কূল কিনারা হারিয়ে দারস্ত হন কোনো সিনিয়র বড় ভাই, বন্ধু কিংবা শিক্ষকদের কাছে ?
আসলে এমন সব সমস্যায় আপনাকে সহায়তা দিতে তৈরী হয়েছে একটি প্রশ্নোত্তর ভিত্তিক ওয়েবসাইট যার নাম ট্রিকি আনসার ডট কম (http://www.trickyanswer.com). ৪ জন বাংলাদেশী উদ্যোক্তার প্রচেষ্টায় প্রায় ৪ মাস আগে যাত্রা শুরু করে এই সাইটটি.
প্রশ্ন আসতে পারে ইয়াহু, আস্ক ও প্রায় একই ধরনের ওয়েবসাইট তাহলে আপনি এই ওয়েবসাইটটি বেছে নিবেন কেন ?
যদিও প্রোগ্রামিং, গণিত ও প্রযুক্তির বিষয়গুলো দেশ, কাল ভেদে একই রকম কিন্তু অভিজ্ঞতা থেকে দেখা যায়, বিভিন্ন দেশের মানুষ একটি বিষয় নিয়ে চিন্তা করে বিভিন্নভাবে. আমি একজন বাংলাদেশী ইয়াহুতে কোনো প্রশ্ন করলে তার উত্তর যদি কোনো ইংল্যান্ডের ইউজারের কাছে পাই তা অনেকাংশে আমাদের প্রশান্তি দিতে পারে না.
আর টেকটিউনস, পিসিহেল্পলাইন, টিউনারপেজের মত অসাধারণ ব্লগ বাংলায় থাকতে ট্রিকি আনসারকে বাংলা করার প্রয়োজন নেই বলেই ভেবেছেন এই প্রশ্নোত্তর ভিত্তিক সাইটের মডারেটররা. শুধু তাই নয় উক্ত ওয়েবসাইটের সেবা বাংলাদেশ সহ যেকোনো দেশে পৌছে দিতেই ভাষাগত দিক থেকে ইংরেজি পছন্দ করা হয়েছে.
আশা করি আপনিও যোগদান করছেন আর প্রতিদিন পোস্ট করছেন আপনার যত সব সমস্যা. শুধু তাই নয় আপনার একটি উত্তর উপক্রিত করতে পারে হাজারও মানুষকে. প্রশ্ন, উত্তর করে হয়ে উঠতে পারেন সেরা কনট্রিবিউটর. বর্তমানে সেরাদের স্কোর দেখতে ভিজিট করুন এই লিঙ্ককে : http://trickyanswer.com/users
সবার জন্য অনেক শুভ কামনা রইলো.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।