বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট প্রোফাইল নেই এমন মানুষ খুব কমই আছে। আর কারও কারও ক্ষেত্রে তো সেটা অগণিত। আবার নিরাপত্তার খাতিরে কখনও কখনও ইন্টারনেট থেকে মুছে ফেলতে হয় নিজের প্রোফাইল। আর তখনি বাধে যত বিপত্তি। কারন সব সাইট থেকে নিজেকে ডিলিট করা খুব কষ্ট সাধ্য ব্যাপার।
আবার অনেকে হয়ত জানেই না যে ফেইসবুকের মত সাইট থেকে নিজেকে পুরোপুরি ডিলিট করা সম্ভব। বেশির ভাগেরই ধারনা অ্যাকাউন্ট শুধু ডিঅ্যাক্টিভ করা যায় কিন্তু পুরোপুরি ডিলিট করা যায় না। ফেইসবুক সহ যেকোনো সাইট থেকে নিজেকে ডিলিট করতে ঘুরে আসতে পারেন http://www.JustDelete.me থেকে। এটি এমন একটি সাইট যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল সাইট পাবেন। শুধু মাত্র একটি ক্লিক এর মাধ্যমে এটি আপনাকে নিয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত সাইটের ডিলিট অপশনে।
ফলে খুব সহজেই বিভিন্ন সাইট থেকে নিজের প্রোফাইল মুছে ফেলা যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।