এবার ফোনে পাওয়া যাচ্ছেনা সৈয়দ আশরাফকে। সরকারের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়টি ইঙ্গিত দিয়েছেন।
জানা যায়, আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট সংকটের সমাধানে আমরা বার বার সরকারকে সংলাপে বসার জন্য অনুরোধ জানিয়ে আসছে ফখরুল। কিন্তু তাদের তরফ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আমি সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবকে টেলিফোনে পাচ্ছি না।
দুই দিন ধরে সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি। টেলিফোনে তার কোনো জবাব পাচ্ছি না।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আগে একবার ফোনে সৈয়দ আশরাফের সাথে কথা হয়েছে। সেসময় তিনি আমাকে জানিয়েছিলেন, তিন-চারজনের প্রতিনিধি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হতে পারে। সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন, সংলাপে বসতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে।
তার সঙ্গে আলাপ করে আমাকে বিষয়টি জানাবেন। আমি তাকে বলেছি, আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন।
ফকরুল বলেন, এরপর তার (সৈয়দ আশরাফুল ইসলাম) কাছ থেকে এখনো কোনো টেলিফোন পাইনি। পরে আমিই যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।